বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদের লোহরপুরে ফের শুরু ভয়াবহ ভাঙন, কয়েক ঘণ্টায় তলিয়ে গেল পরপর পাঁচটি বাড়ি

Pallabi Ghosh | ২৪ আগস্ট ২০২৪ ১৮ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের পর শনিবারও গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত থাকল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকে। শুক্রবার চাচন্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর চাচন্ড গ্রামে গঙ্গা নদীর ভাঙনে নদী গর্ভে তলিয়ে যায় একটি বাঁশ ঝাড় সহ কয়েকশো মিটার চাষের জমি এবং বাগান। ওই গ্রামে নদী ভাঙনের কবলে পড়ে গৃহহীন হওয়ার অপেক্ষায় দিন গুনছে বেশ কিছু পরিবার। 

 

উত্তর চাচন্ড গ্রামে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হওয়ার আগেই শনিবার সকাল থেকে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রামে শুরু হয়েছে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন। আজ সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই ভাঙনে দুপুর দু'টোর মধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে কমপক্ষে পাঁচটি বাড়ির সহ প্রায় ১০০ মিটারের বেশি চাষের জমি এবং বাগান। গঙ্গা নদীর ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কাতে ইতিমধ্যেই ওই গ্রামে বাড়িঘর ভেঙে নিরাপদ স্থানে সরে যাওয়ার শুরু করেছে বেশ কিছু পরিবার। 

 

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং ফরাক্কার ব্লকে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে প্রতাপগঞ্জ, ধানঘড়া, শিবপুর, চাচন্ড সহ একাধিক এলাকায় গঙ্গা নদীর ভাঙনে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। রাজ্য সরকার প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের কাজ শুরু করলেও বর্ষা এসে যাওয়াতে সেই কাজ এই মুহূর্তে এক প্রকার বন্ধ রয়েছে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে- গঙ্গা নদীর 'আপ স্ট্রিম'এ বেশ কিছু এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত বেশি হওয়াতে গঙ্গা নদী এই মুহূর্তে সামশেরগঞ্জ ব্লকে বিপদ সীমার কাছাকাছি দিয়ে বইছে। তার ফলে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত প্রায় ১৫ দিন আগে লোহরপুর গ্রামে একপ্রস্ত নদী ভাঙন হওয়ার পর কিছুদিন সেখানে ভাঙন বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ফের একবার নতুন করে ভাঙন শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

 

রেক্সোনা বিবি নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, 'আজ সকালে কেউ কিছু বোঝার আগেই পাঁচটি বাড়ি পরপর নদী গর্ভে তলিয়ে গেছে। এই গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার আমাদের জায়গা নেই। ঘরের সমস্ত জিনিসপত্র নদীগর্ভে তলিয়ে গেছে। কী খাব, কোথায় যাব কিছুই জানি না। প্রশাসনের তরফ থেকে এখনও কোনও সহায়তা মেলেনি।' 

 

পঞ্চায়েত প্রধান বলেন, 'আপাতত পাঁচটি বাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে যে দ্রুততার সাথে নদী জনবসতির দিকে এগিয়ে আসছে তাতে আরও কিছু বাড়িঘর , চাষের জমি এবং বাগান নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছি। ভাঙন ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে বাঁশের বেড়া তৈরি করে এবং বাঁশ ফেলে তা প্রতিরোধ করার চেষ্টা চলছে।' 


#Murshidabad #West Bengal #River Erosion #Monsoon



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



08 24